কিস্তিতে এসি বিক্রি বাড়ছে
গুলশানের একটি বেসরকারি অফিসের চাকুরে মোহাম্মদ হাসান কিস্তিতে ব্যাংকের কার্ড দিয়ে এসি কিনবেন। বিভিন্ন ব্যান্ডের এসি থেকে নিজের পছন্দেরটি খুজে নিতে খোঁজ নিচ্ছেন বিভিন্ন শোরুমে।গুলশানের ইলেকট্রোমার্টের শোরুমে কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, ‘যে বেতন পাই, তাতে এক সঙ্গে সব টাকা শোধ করে এসি…